Thursday, September 16, 2010

ভ্যাটিকান জাদুঘর

0 comments
এ জাদুঘরে ২২ ধরনের আলাদা সংগ্রহশালা রয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মিসরীয় চিত্রকর্ম রয়েছে। বিভিন্ন মানচিত্র এবং আধুনিক কালের ধর্মীয় অনেক চিত্রও সংগ্রহশালায় আছে। ক্যাথলিক খ্রিস্টানদের জন্য বানানো হলেও এই জাদুঘর সবার জন্যই খোলা। দীর্ঘ নয় মাইলজুড়ে রোমান ক্যাথলিক চার্চের ভ্যাটিকান সংগ্রহশালা নিয়ে এ মিউজিয়াম। বছরে প্রায় ৪০ লাখ দর্শনার্থী এই মিউজিয়ামে যান। এ মিউজিয়ামেও লিওনার্দো দ্যা ভিঞ্চি, রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলোদের মতো বিখ্যাত চিত্রকরদের আঁকা ছবি আছে।

0 comments:

Post a Comment