Tuesday, September 28, 2010

কুটুমবাড়ি রেস্তোরাঁ

0 comments
শুধু রসনা বিলাস নয়! রসনার তৃপ্তির পাশাপাশি নতুন রেস্তোরাঁ কুটুমবাড়ি নতুন প্রজন্মের সঙ্গে ও ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই কুটুমবাড়ির লিফলেটে বিখ্যাত ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে। সঙ্গে রয়েছে একটি সংক্ষিপ্ত পরিচিতি। খাবারের প্যাকেজের তালিকা এবং বিখ্যাত ব্যক্তিদের ছবিসহ টাকার মাপের এই লিফলেট এরই মধ্যে সবার নজর কেড়েছে। সুদৃশ্য এই লিফলেটটি শুধু দেখার জন্যই নয়, সংগ্রহেও রাখার মতো।

কুটুমবাড়ির বিভিন্ন খাবার প্যাকেজের সঙ্গে ছবি দেওয়া হয়েছে সাত বীরশ্রেষ্ঠ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্র নাথ ঠাকুর, লালন শাহ, পল্লীকবি জসীমউদ্দীন, হাছন রাজা, এসএম সুলতান, বেগম রোকেয়া, হাসান হাফিজুর রহমান, তিতুমীর, হাজী শরীয়ত উল্লাহ, জর্জ হ্যারিসন, পণ্ডিত রবি শংকর, মাওলানা আবুল কালাম আজাদ, শিল্পাচার্য জয়নুল আবেদীন, ইলা মিত্র, সূর্যসেন, প্রীতি লতাসহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গের। যাদের অসামান্য অবদান ইতিহাসকে করেছে মহিমান্বিত। এ সম্পর্কে কুটুমবাড়ি কর্তৃপক্ষ বলেন, নতুন প্রজন্মের সঙ্গে মহান-ত্যাগী এবং যাদের অবদান অস্বীকার করার উপায় নেই তাদের আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এতে তরুণদের মাঝে দেশ ও জাতি সম্পর্কে শ্রদ্ধাবোধ জন্ম নেবে। উল্লেখ্য, কুটুমবাড়ি মুক্তিযোদ্ধার সন্তানদের একটি প্রতিষ্ঠান। কুটুমবাড়িতে বিভিন্ন ধরনের প্যাকেজে খাবারের পাশাপাশি চাহিদা অনুযায়ী সব খাবার পাওয়া যাচ্ছে। ঠিকানা : কুটুমবাড়ি, ২/১২ ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকা-১২০৭। ফোন : ০১১৯৫-৩৮১৬৩০, ০১১৯৭-২৩৫৬৮৪।
রকমারি ডেস্ক

0 comments:

Post a Comment