Saturday, September 18, 2010

অস্কার

0 comments
অস্কার পুরস্কার নিয়ে চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে উৎসাহের শেষ নেই। কোন বছর কোন ছবিটি অস্কার পাবে, কে সেরা অভিনেতা, অভিনেত্রী হবেন তা নিয়ে সারাবিশ্বেই চলচ্চিত্র মহলে অনেক জল্পনাকল্পনা চলে। কিন্তু অস্কার পুরস্কারের নাম 'অস্কার' কেন সে ইতিহাস অনেকেই জানেন না। ৩৪ সে. মি. লম্বা গোল্ড প্লেটেড পুরুষ মূর্তিটির নাম 'অস্কার' কীভাবে হলো তার রয়েছে এক মজার কাহিনী। ১৯২৭ সালের ৪ মে প্রতিষ্ঠিত হয় দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস। চলচ্চিত্রশিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য এই অ্যাকাডেমি পুরস্কারের জন্য একটি ক্রেস্ট বা মূর্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সোনায় মোড়ানো একটা পুরুষ মূর্তি, হাতে একটি তলোয়ার, মূর্তিটি দাঁড়িয়ে আছে একটি ফিল্ম রোলের উপর। তখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড হিসেবেই এটি পরিচিতি ছিল। ১৯৩১ সালে অ্যাকাডেমির লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক একদিন মূর্তিটি দেখে বলে ওঠেন, 'আরে, এটা দেখতে তো একদম আমার চাচা অস্কারের মত!' অস্কার নামটি ভীষণ ভালো লেগে যায় অ্যাকাডেমি কর্তৃপক্ষের। তখন থেকেই স্ট্যাচুটির নাম হয়ে যায় 'অস্কার'। প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান হয় ১৬ মে ১৯২৯ সালে হলিউডের রুজভেল্ট হোটেলে। ১৯২৭-২৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে। ১৯২৯ সালের ৩১ অক্টোবর আরেকটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয় অ্যামবাসেডর হোটেলে। এই অনুষ্ঠানে ১৯২৮-২৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে সেরা ছবির পুরস্কার পায় মেট্টো গোল্ডউইন মেয়ারের 'ব্রডওয়ে মেলোডি' ছবিটি। এটিই পুরস্কারপ্রাপ্ত, প্রথম 'ট্রফি'।

0 comments:

Post a Comment