Tuesday, September 14, 2010

অটোসাজেশন

0 comments
‘রাগই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের জীবনের সব আনন্দ মাটি করে দেয়। দেহ মনকে করে তোলে অশান্ত, অস্থির। ফলে স্ত্রী-পুত্র-কন্যাসহ পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পারিক ভুল বুঝাবুঝি তৈরী হয়। একটি ভালো কথাও তখন নিকটজনেরা স্বাভাবিকভাবে নিতে পারেনা। এর প্রভাব পড়ে নিজের কর্মস্থলে। সহকর্মী, অফিসের বস, সবার কাছে আপনি হয়ে ওঠেন অপ্রিয় একজন মানুষ। ফলে হতাশা দিনদিন বাড়তে থাকে। এক সময় নিজেকে একজন চরম ব্যর্থ মানুষ মনেহয়। এতে জীবনের অফুরন্ত সম্ভাবনা নষ্ট হয়ে যায়। জীবনকে সত্য, সুন্দর আর সাফল্যময় করে তুলতে তাই প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানীদের মতে দৃষ্টিভঙ্গি দু'ধরনের। এক. রি-এ্যাকটিভ, দুই. প্রো-এ্যাকটিভ। যে মানুষ যত প্রো-এ্যাকটিভ অর্থাৎ রাগ-ক্ষোভ নিয়ন্ত্রনে রাখতে পারে, সবদিক দিয়ে সেই হয় সফল মানুষ। তেমনই এক গল্পের নাটক অটোসাজেশন’।
শামীম আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন- তৌকির আহমেদ, ঈশিতা, আবুল হায়াত, ডলি জহুর, সায়েম সামাদ প্রমূখ। 

0 comments:

Post a Comment