Monday, September 13, 2010

পরীকুণ্ড জলপ্রপাত

31 comments
পাহাড় থেকে আছড়ে পড়া জলপ্রপাতে স্নান করতে হলে চলে আসুন মৌলভী বাজার জেলার মাধবকুণ্ডে। এখানে রয়েছে দুটি মজার জলপ্রপাত। প্রায় ১০০-১২০ ফুট ওপর থেকে এই জলপ্রপাতে জল প্রবাহিত হয়। এখানকার দুটি ঝর্নার একটি মাধবকুণ্ড এবং অন্যটি পরীকুণ্ড। মাধবকুণ্ডের খুব কাছেই অপর ঝর্নাটি।

কিভাবে যাবেন : ঢাকা থেকে ট্রেনে কুলাউড়া নেমে সেখান থেকে বাসে আসুন বড়লেখা থানা শহরে। সেখানে থেকে রিকশায় আসতে পারবেন মাধবকুণ্ড। ঢাকার সায়দাবাদ থেকে বাসে কুলাউড়া কিংবা বড়লেখা আসা যায়। থাকার জন্য মাধবকুণ্ডে একটি রেস্ট হাউস আছে। তবে সেখানে থাকতে হলে আগে থেকে বড়লেখা থানা পরিষদ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। এছাড়া কুলাউড়া এবং বড়লেখাতেও থাকার জন্য সাধারণ মানের হোটেল আছে।

31 comments:

Post a Comment