Friday, September 17, 2010

বিশ্বের প্রথম উপন্যাস

0 comments
সাহিত্যের ইতিহাসে উপন্যাস খুব বেশি প্রাচীন উদ্ভাবন নয়। গ্রীক উপন্যাস ‘আইরোপিডিয়া’ হলো বিশ্বের প্রথম উপন্যাস। উপন্যাসটি লেখা হয়েছিলো পারস্য সম্রাট সাইরাসের জীবনী নিয়ে খ্রি.পূ. ৬ষ্ঠ শতকে। সম্রাট সাইরাস প্রতিষ্ঠা করেছিলেন বিশাল পারস্য সাম্রাজ্য। তখন পারস্য সমাজ সম্পর্কে গ্রীকদের এক প্রকার বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি ছিলো। আইরোপিডিয়া উপন্যাসের লেখক গ্রীক পণ্ডিত ভ্যেনেফেন পারস্য ঘুরে এসে ৩৬০ খ্রি.পূর্বে সাইরাসের শাসনাধীন পারস্য সাম্রাজ্যের আদর্শ বিবরণ তুলে ধরেন উপন্যাস সাইরেপিডিয়ায়। এ উপন্যাসের মাধ্যমে তিনি গ্রীকদের ভ্রান্ত ধারণা ভাঙ্গানোর চেষ্টা করেছিলেন।

0 comments:

Post a Comment