Tuesday, September 28, 2010

রকমারি

0 comments
*মেরু ভল্লুক না খেয়ে থাকতে পারে একটানা ছয় মাস। একসময় শরীরের সঞ্চিত চর্বি ওদের পুষ্টিসাধন করে। তারপর যখন শরীরে খাবারের তীব্র চাহিদা দেখা দেয়, তখন শিকারের খোঁজে মরিয়া হয়ে ওঠে ওরা। এমনকি লোকজনের সুরক্ষিত ক্যাম্পে হানা দিতেও দ্বিধা করে না। মেরু ভল্লুক খাবারের গন্ধ পায় ৩০ কিলোমিটার দূর থেকে।

*উত্তর গোলার্ধে ২১ জুন হচ্ছে পৃথিবীর বৃহত্তম দিন।

*পৃথিবীতে বিড়ালের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। এর কারণ সম্ভবত আমেরিকানদের অত্যধিক বিড়ালপ্রীতি। আমেরিকানরা পোষা বিড়ালের জন্যে প্রতি বছর গড়ে সাড়ে ৫ বিলিয়ন ডলার খরচ করে।

*এক মাইল বিস্তৃত বিজলীর আলোতে যে বিদ্যুৎপ্রবাহ থাকে, তা দিয়ে ১০ লাখ ইলেকট্রিক বাল্ব জ্বালানো সম্ভব।

*ভূপৃষ্ঠে যে পরিমাণ পানি রয়েছে, প্রতি বছর গড়ে তার তিন হাজার ভাগের এক ভাগই বাষ্পীভূত হয়ে উড়ে যায়।

*মশা, মাছি বা মৌমাছি উড়ন্ত অবস্থায় যে গুঞ্জন তোলে, তা কিন্তু মুখ বা শরীরের বিশেষ কোনো অঙ্গ থেকে হয় না। বাতাসে অসম্ভব দ্রুতবেগে পাখা নাড়ার ফলে এই গুঞ্জন তৈরি হয়।

*অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় গড়পড়তা ৪০ বার এপাশ-ওপাশ করে। যাদের অনিদ্রা রোগ আছে, তাদের বেলায় এই গড় ৭০ বার।

*মানুষের চোয়াল এতই শক্তিশালী যে, মুখের ভিতর কোনোকিছু রাখলে তার ওপর প্রায় ২৮০ কেজি বল প্রয়োগে সক্ষম।

*পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী কুকুর হচ্ছে_ পার্শিয়ান গ্রে হাউন্ড। ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বেগে ছুটতে পারে এরা।

*সূর্যের বয়স ৫০০ কোটি বছরেরও বেশি।
Bangladesh Protidin




0 comments:

Post a Comment