Monday, September 20, 2010

টাউন হল গভর্নমেন্ট মার্কেট

0 comments
টাউন হল গভর্নমেন্ট মার্কেটটি প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে। হাউজিং সেটেলমেন্ট মার্কেটটির মালিক ছিল। সেসময় এর অধিকাংশ ছিল অবাঙালি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে বাঙালি ব্যবসায়ী যারা ছিল তাদের এলোটমেন্ট প্রাপ্ত হাউজিং সেটেলমেন্ট পুনরায় ৩০ হাজার টাকা প্রতি দোকান থেকে নিয়ে এলোটমেন্ট দেয়া হয়। জানা যায়, পরবর্তীতে জিয়াউর রহমানের আমলে ঢাকা পৌর করপোরেশনকে মার্কেটটি হস্তান্তর করা হয়। বর্তমানে ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মার্কেটটি চলছে। কথা হয় মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আফজালুল হকের সাথে। তিনি বেশকিছু সমস্যা তুলে ধরে বলেন, গত ৩০ বছরের মধ্যে প্রতি দোকানের ভাড়া বাবদ ৪৫ টাকা থেকে বেড়ে ১০২০ টাকায় দাঁড়িয়েছে। এই টাকা নিয়মিত ব্যবসায়ীদের পরিশোধ করতে হয়। অথচ এই ৩০ বছরে মার্কেট উন্নয়নে ৩০ পয়সাও ডিসিসি খরচ করেনি। ব্যবসায়ীদের নিজস্ব টাকায় ক্লিনার, নাইটগার্ড নিয়োগ দেওয়া হয়েছে।

0 comments:

Post a Comment