Monday, September 13, 2010

ইনানী সমুদ্র সৈকত

0 comments
কক্সবাজারের কাছেই আরেকটি সমুদ্র সৈকত ইনানী। যেখানে স্নানের মজাই আলাদা। কেননা এখানকার সমুদ্রের জল কক্সবাজার থেকেও অনেক বেশি স্বচ্ছ। তাছাড়া এ সৈকতটিও বেশ সমতল। কক্সবাজারের পরে হিমছড়ি ছাড়িয়ে প্রায় আট কিলোমিটার দূরে রয়েছে এই আকর্ষণীয় সৈকত। এখানে রয়েছে বিস্তীর্ণ পাথুরে সৈকত। সমুদ্র থেকে ভেসে এসে এখানকার ভেলাভূমিতে জমা হয়েছে প্রচুর প্রবাল পাথর। এখানে এলে মিল খুঁজে পাওয়া যায় সেন্টমার্টিন সমুদ্র সৈকতের সাথে। ইনানী ঘুরে আসা যায় একদিনেই। এক্ষেত্রে রিজার্ভ জিপ নিলে লাগবে ১৮০০-২৫০০ টাকা। একটি জীপে ১০-১৫জন অনায়াসেই ঘুরে আসা যায়। আবার কলাতলী সৈকত থেকে লোকাল জিপেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া জনপ্রতি ৮০-১০০ টাকা।

0 comments:

Post a Comment