Thursday, September 16, 2010

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম

0 comments
চট্টগ্রামের আন্দরকিল্লা নামটির সঙ্গে মোগলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী জড়িত আছে। এই কিল্লায় ছিল মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা। ১৬৬৬ সালের ২৭ জানুয়ারি শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ অন্দরে প্রবেশ করেন। তখন থেকে চাটগছার কিল্লাটি আন্দরকিল্লা নামে পরিচিত হয়ে ওঠে। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ সালে এখানে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নির্মাণ করেন। ১৭২৩ খ্রিস্টাব্দে চট্টগ্রামের অন্য শাসনকর্তা নবাব ইয়াসিন খাঁ জামে মসজিদের কাছাকাছি পাহাড়ের দক্ষিণ-পূর্ব দিকের একটি টিলার ওপর আরেকটি পাকা মসজিদ নির্মাণ করে ভেতরের একটি কক্ষে মহানবী (সা.)-এর পাথরে খোদিত পদচিহ্ন 'কদমমোবারক' স্থাপন করেন। মুসলি্লরা তখন এই মসজিদে ভিড় করতে থাকে। একপর্যায়ে জামে মসজিদ জনশূন্য হয়ে যায়। ১৭৬১ খ্রিস্টাব্দ থেকে মসজিদটিকে ইস্ট ইন্ডিয়া কম্পানি গোলাবারুদ রাখার গুদাম হিসেবে ব্যবহার করতে থাকে। ১৮৫৫ সালে ঐতিহাসিক হামিদুল্লাহ খাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মুসলমানরা মসজিদটি ফেরত পান। চট্টগ্রাম নিউমার্কেট থেকে রিকশায় আন্দরকিল্লা যেতে ভাড়া লাগে ১০-১৫ টাকা।
লেখা ও ছবি : প্রবীর বড়ুয়া

0 comments:

Post a Comment