Friday, September 17, 2010

ওডেরনিস লাইন

0 comments
দ্বিতীয় মহাযুদ্ধের পর জার্মান ও পোল্যান্ডের মধ্যে নিরুপিত সীমারেখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইয়াল্টা ও পোটসডাম সম্মেলনে বৃটেন, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নÑএই তিন মিত্র শক্তি পোল্যান্ডের সীমারেখা চিহ্নিত করে। তবে ইয়াল্টা সম্মেলনে এ ব্যাপারটি নিয়ে মতানৈক্য ঘটেছিলো। পরবর্তীতে পোটসজন সম্মেলনের চূড়ান্ত রিপোর্টে তিন সরকার প্রধান একমত হন যে, ওভার নদী রেখা বরাবর থেকে আরম্ভ করে পশ্চিম নিস নদীর মিলনস্থল এবং পশ্চিম নিস নদীর বরাবর থেকে চেকোসেøাভাকিয়ার সীমানার পূর্বদিকে অবস্থিত প্রাক্তন জার্মানি ভূমি পোল্যান্ডের শাসনাধীনে আসবে। কিন্তু পরবর্তীতে এই সীমারেখার স্বীকৃতি নিয়ে জার্মানি ও পোল্যান্ডের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

0 comments:

Post a Comment