Friday, September 10, 2010

বাংলা সিনেমার সোনালী দিনের স্মরণীয় কিছু গান

0 comments
সীমানা পেরিয়ে ছবিতে ডঃ ভূপেন হাজারিকার সুরে আবিদা সুলতানা গেয়েছিলেন একটি অসাধারণ গান। আমি প্রায়ই শুনিঃ বিমূর্ত এই রাত্রি আমার মৌণতার সুতোয় বোনা একটি রঙ্গিন চাঁদর.......
এই গানটি ভূপেন হাজারিকা নিজেও গেয়েছেন। এই ছবির আরেকটি কালজয়ী গান আমি প্রায়ই শুনিঃ মেঘ থম থম করে কেউ নেই নেই...
গানদুটো আমার অল-টাইম ফেভারিটের ছোট্ট তালিকায়ও থাকবে নিঃসন্দেহে।

♠ বাংলা সিনেমার গানগুলোর মধ্যে কিছু গান আছে যা চরম বেসুরো কন্ঠের মানুষও বেশ ভালোভাবে গাইতে পারে।
ওরে নীল দরিয়ায় আমায় দে রে দে ছাড়িয়া......আব্দুল জব্বারের এই গানটা এখনো কোথাও বাজতে শুনলে গাইতে ইচ্ছে করে। গানটি সারেং বৌ ছবির যদিও ছবিটি দেখিনি; রেডিওর কল্যানে গানটি শুনেছি অজস্রবার।

♠ নয়নের আলো ছবির প্রায় সবক’টি গানই বেশ ভালো।
আমার বুকের মধ্যে খানে মন যেখানে.....
অথবা আমার সারা দেহ খেও গো মাটি/ এই চোখ দুটো মাটি খেও না.....। দুটো গানই এন্ড্রুকিশোরের গাওয়া।

♠ সৈয়দ আব্দুল হাদীর গাওয়া দূরদেশ ছবির একটি গান আজও শুনতে ভালো লাগেঃ যেও না সাথী/ চলেছ একলা কোথায়.....

♠ সাবিনা ইয়াসমিনের কন্ঠে আলোর মিছিল ছবির গানঃ একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকো.....

♠ রুনা লায়লার কন্ঠে স্বরলিপি ছবির গানঃ গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে....

♠ ছবির নাম মনে নেই। শাহনাজ রহমতউল্লাহ’র কন্ঠের এই গানটি এখনো আমি মাঝে মাঝে শুনিঃ যে ছিল দৃষ্টির সীমানায় সে হারালো কোথায় কোন দুর অজানায়.....

♠ অবুঝ মন ছবির একটি গান খুব হিট হয়েছিল। তুমি আমার জীবন, আমি তোমার জীবন/ দুজন দুজনার কত যে আপন....
শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

চোখের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে/ জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে.....।
ছবির নামঃ ফকির মজনু শাহ। সৈয়দ আব্দুল হাদী।

♠ একটা গান ছিল, আমার একেবারেই ভালো লাগতো না, তবুও রেডিওতে বাজাতোঃ বাবা বলে গেল আর কোনদিন গান করো না.....।
ছবিটি দেখেছিলাম টিভিতে, নামঃ জন্ম থেকে জ্বলছি।



আমাদের যুগের সবচেয়ে জনপ্রিয় একটি জুটি

কিছু গান ও ছবির নাম নীচে দিলাম। আপনারা কষ্ট করে লিংক দিয়ে গেলে বিনা মূল্যে প্রত্যেকটা লিংকের জন্যে একটা করে ধন্যবাদ পাবেন।

জীবনের গল্প আছে বাকী অল্প
ছবিঃ ভেজা চোখ। শিল্পীঃ এন্ড্রু কিশোর।

তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে.....
ছবি: রাজধানীর বুকে। শিল্পী: তালাত মাহমুদ।

পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই না চোখের পানি...
শিল্পীঃ কলিম শরাফী। ছবির নামঃ সূর্য স্নান।

পৃথিবীর যত সুখ আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি....
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। ছবিঃ জানি না।

বন্ধু তিন দিন তোর বাড়ীতে গেলাম দেখা পাইলাম না....।
ছবিঃ কষাই। শিল্পীঃ সাবিনা ইয়াসমিন।

এই বৃষ্টিভেজা রাতে চলে যেও না......
ছবিঃ নরম গরম। শিল্পীঃ রুনা লায়লা।

সব সখিরে পার করিতে নেব আনা আনা.....
শিল্পীঃ সুজন সখী ছবিঃ সাবিনা ইয়াসমিন ও আব্দুল আলীম।

আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি....।
ছবিঃ আলো তুমি আলেয়া।
শিল্পীঃ মাহমুদুন্নবী ও আবিদা সুলতানা।

পীচ ঢালা এই পথটারে ভালো বেসেছি.....
ছবিঃ পীচ ঢালা পথ। শিল্পীঃ আব্দুল জব্বার।

তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা/ দিলে যখম হলো উহু আহা............
ছবিঃ নসীব। শিল্পীঃ রুনা লায়লা।

আমার গরুর গাড়ীতে বৌ সাজিয়ে........
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী। ছবিঃ আঁখি মিলন।

♣ বেলী ফুলের মালা পড়ে এক প্রেমিক তার প্রিয়াকে ঘরে তুলেছে...। ছবিঃ ভুইল্যা গেছি। শিল্পীঃ এন্ড্রু কিশোর।

হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে...।
ছবির নামঃ হারজিত। শিল্পীঃ আবিদা সুলতানা।

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করি না ভয়।
ছবিঃ ঢাকা-৮৬ । শিল্পীঃ তপন চৌধূরী ও শাকিলা জাফর।

অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না.....।
ছবিঃ অশ্রু দিয়ে লেখা। শিল্পীঃ সাবিনা ইয়াসমিন।

একবার যদি কেউ ভালোবাসতো...
ছবিঃ জন্ম থেকে জ্বলছি। শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী।

চুমকি চলেছে একা পথে.....।
ছবিঃ দোস্ত দুশমন। শিল্পীঃ খুরশিদ আলম।

আমার মন বলে তুমি আসবে/ হৃদয়ের বসন্ত বাহারে.....
শিল্পীঃ রুনা লায়লা। ছবিঃ আনারকলি।

♣ তুমি কি দেখেছ কভূ....।
ছবিঃ এতটুকু আশা। শিল্পীঃ আব্দুল জব্বার।

চোখ যে মনের কথা বলে.....।
ছবিঃ যে আগুনে পুড়ি। শিল্পীঃ এন্ড্রু কিশোর।

তুমি কখন এসে দাড়িয়ে আছো আমার অজান্তে আমার গানের প্রান্তে...
ছবির নামঃ ভুইল্যা গেছি। শিল্পীঃ মাহমুদুন্নবী।

এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমর পৃথিবী....। ছবির নামঃ অন্তরে অন্তরে। (সালমান শাহ আর মৌসুমী আছিল; মৌসুমি ভালো ড্যান্স দিছিল :P)।
শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

তুমি আমার কত চেনা সেকি জান না.....
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। ছবিঃ দোলনা।

তুমি আজ কথা দিয়েছ, বলেছ ও দুটি মন পাশাপাশি ঘর বাধবে......
ছবিঃ দুই জীবন। শিল্পীঃ এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

আমি একদিন তোমায় না দেখিলে , তোমার মুখের কথা না শুনিলে...
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। ছবিঃ দুই জীবন।

♣ চুরি করেছো এই মন টা হায়রে হায় মিস লংকা।
শিল্পীঃ খুরশিদ আলম। ছবিঃ মিস লংকা।

♣ এতো সাধের ময়না আমার বাধন ছিড়ে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়......।
শিল্পীঃ বশির আহমেদ। ছবিঃ ময়নামতি।

শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষনিক দেখা, একি শুধু অভিনয়.....।
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন। ছবিঃ অবুঝ মন।

ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পথ অচেনা.....।
শিল্পীঃ এন্ড্রু কিশোর। ছবিঃ ভাই বন্ধু।

♣ শোন শমা, একটু দাড়াও কথা শুনে যাও এই অন্তরে তুমি ছাড়া নেই কারো নাম.....।
শিল্পীঃ কুমার বিশ্বজিত। ছবির নাম ভুইল্যা গেছি।

সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া ভালো লাগে জীবনের এই গান গাওয়া.....।
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন। ছবিঃ পুত্রবধূ।

আমি চিরকাল প্রেমর কাঙ্গাল/ যে ডালে বান্ধি বাসা ভাঙ্গে সেই ডাল....
শিল্পীঃ এন্ড্রু কিশোর। ছবিঃ ভুলে গেছি।

ডাকে পাখি খোল আঁখি দেখো সোনালী আকাশ, বহে ভোরের বাতাস.....।
শিল্পীঃ হৈমন্তী শুক্লা। ছবিঃ প্রতিরোধ।

♣ তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার, তুমি নওতো কভু হারাবার....মাকসুদুল হক। (এই গানটা ম্যাক ভাইয়ের কাছে চেয়েছিলাম। টাস্কি খাইলাম যখন উনি কইলেন, 'আমার কাছে তো নাই!' এতদ্ব্যতীত, তিনি ছবির সালও ভুল বলেছিলেন আমার কাছে /:)

তবে আমার সবচেয়ে পছন্দের গান হৈলোঃ
♣ আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া ইয়া....

বেঁদের মেয়ে জোস্না আমায় কথা দিয়েছে.....।
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। ছবিঃ বেঁদের মেয়ে জোস্না।
তুমি আমার জীবন, আমি তোমার জীবন/ দুজন দুজনার কত যে আপন শিল্পীর নাম: কলিম শরাফী

হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে । ছবির নামঃ পুরষ্কার। শিল্পীঃ শাম্মী আখতার।

অঞ্জলির গান  তোমাকে দেখলে একবার

0 comments:

Post a Comment