Tuesday, September 14, 2010

কাঁটা

0 comments
একই ঘটনার পুনারাবৃত্তি হয় । স্বপন এবং তার স্ত্রী সবিতা ভুতের গলির আজিজ মোল্লার বাড়ীতে ঘর ভাড়া নেয়। ঘর ভাড়া নেয়ার সময় মহল্লাবাসীরা স্বপন এবং সবিতাকে এই বাড়ীতে থাকতে মানা করে। কারণ এই বাড়ীতে একটা কুয়া আছে এবং এর আগেও আজিজ মোল্লার বাড়ীতে স্বপন সবিতা নামে এক দম্পতি থাকতে এসেছিলো এবং তারা কুয়ায় পড়ে মারা যায়। তাদের আরো মনে পড়ে ১৯৭১ সালে এই আজিজ মোল্লার বাড়ীতে স্বপন সবিতা নামে আর এক দম্পতি ছিলো, তারা ও এই কুয়ায় পড়ে যায় কিংবা রাজাকারদের হাত থেকে বাঁচার জন্য মহল্লাবাসীরা স্বপন সবিতাকে কুয়ায় ফেলে দেয়। বার বার স্বপন সবিতারা কেন আজিজ মোল্লার বাড়ীতে ঘর ভাড়া নিতে আসে আর কেনই বা তারা কুয়ায় পড়ে যায়, ব্যাপারটা নিয়ে ভুতেরগলি নারিন্দার লোকেদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
শহীদুল জহিরের রচনায় পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন- এ টি এম শামসুজ্জামান, শহিদুজ্জামান সেলিম, দ্বীপান্বিতা প্রমুখ।

0 comments:

Post a Comment