Monday, September 20, 2010

ইয়াবা স্থায়ীভাবে যৌন ক্ষমতা কেড়ে নেয়

47 comments
ইয়াবা তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী ও অন্যান্য পেশার নারী-পুরুষের নিকট যৌন উত্তেজক ট্যাবলেট হিসাবে পরিচিত। এই ট্যাবলেট সেবনে ঘুম ও ক্ষুধা কমে যায় ও খাবারের রুচি থাকে না এবং চিকন হয়ে যায়। প্রথম কয়েক মাস যৌন ক্ষমতা কিছুটা বৃদ্ধি পায়। এটাই নারী-পুরুষের মধ্যে আকর্ষণ বাড়িয়ে তোলে এবং ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। এরপর ইয়াবা ছাড়তে পারে না তারা।
বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এম এন হুদা বলেন, ইয়াবা মাসের পর মাস সেবন করলে স্থায়ীভাবে যৌন ক্ষমতা লোপ পায়। চিকিৎসা দিয়ে আর কোন লাভ হয় না। ইয়াবা নেশার ট্যাবলেট এবং এটা কোন যৌন উত্তেজক ওষুধ নয়। এছাড়া দীর্ঘদিন সেবনে কিডনি, লিভারসহ নানা জটিল ব্যধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিদিনই ইয়াবা আসক্ত তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ তার নিকট চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে ৯৯ ভাগের যৌন ক্ষমতা নেই বলে তিনি জানান।

47 comments:

Post a Comment