Thursday, September 2, 2010

ভূমি জরিপকারী

0 comments
আমিন শব্দের প্রতিশব্দ মূলত জমি জরিপকারী কর্মচারী। তাছাড়া আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত। আমিনকে সত্যবাদী, নির্ভরযোগ্য এবং মীমাংসাকারী বলা যেতে পারে। 'তারিখ-ই-শেরশাহী' গ্রন্থ থেকে আমিনদের দায়িত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওই সময় পথের সংকীর্ণতার জন্য সৈন্য চলাচলকালে অনিবার্য কারণে কোনো খেতের ফসল নষ্ট হলে শেরশাহ আমিনদেরকে একজন পরিমাপকারীসহ সেখানে পাঠিয়ে দিতেন, যাতে বিনষ্ট ফসলের পরিমাপ করা হয়। তিনি বিনষ্ট ফসলের জন্য অর্থ দ্বারা উপযুক্ত ক্ষয়ক্ষতি পূরণ করতেন। পরবর্তীতে তাদের পরিচয় হয় রাজার তত্ত্বাবধায়ক এবং তদারককারী হিসেবে। কেননা আমিনরা সাধারণত রাজদরবারে থেকে রাজার বিভিন্ন জমিদারি তদারকিকরতো। জমিজমা পরিমাপ করা আইল বা সীমানা নির্ধারণ করা ছিল আমিনের কাজ। ভারতীয় উপমহাদেশে মুঘল আমলের মুসলমান শাসকদের শাসনামলে আমিন পেশার প্রচলন শুরু হয়। মুঘল শাসকরা এ অঞ্চলে জমি দখল এবং খাজনা আদায়ের সুবিধার জন্য বিভিন্ন অঞ্চলকে পরগনায় বিভক্ত করেন। জমিদারদের অধীনে পরগনার প্রজাদের খাজনা প্রদানের নিয়ম ছিল। আর সেসব রীতি সচল রাখতে আমিন নিয়োগ করা হয়। আমিন পরগনায় ঘুরে প্রজাদের বর্গাজমি চিহ্নিত করে দিতেন। সে অনুযায়ী বর্গাচাষি এবং প্রজারা শস্য উৎপাদন করত। আমিন নিয়ন্ত্রণ করতেন জমিতে উৎপাদিত ফসলের লভ্যাংশ ভাগাভাগির কাজ। এছাড়া রাজ্যের রাজস্ব আদায়ের বিষয়ে আমিন জড়িত ছিল। অনেক সময় রাজস্ব নির্ধারণের বিষয়ে আমিনকে সরকার ও কৃষকের মধ্যে বিচারকের ভূমিকা পালন করতে হতো। ইতিহাসবিদ বাদায়ূনী উল্লেখ করেছেন, মুন্সেফ বলতে আমিনকে বুঝায়। রসিকদাস ক্রোরীর কাছে পাঠানো সম্রাট আওরঙ্গজেবের ফরমানে আমিনের উল্লেখ পাওয়া যায়। মুসলিম শাসনামলে আমিন রাজস্ব অফিসের হিসাব-সংক্রান্ত কাজ করতেন। আমিন জমিতে উৎপন্ন ফসলের পরিমাপও করতেন। ওই সময় প্রতি পরগনায় আমিন, কারকুন ও অন্যদের পাঠানো হতো। তারা প্রত্যেক গ্রামের প্রতি মৌজার ও রায়তের আবাদি-অনাবাদি জমি পরিমাপ করতেন এবং বন্দোবস্ত দিতেন। রাজস্ব নির্ধারণের জন্য জমির পরিমাপ করার প্রয়োজন হতো। আমিন পরগনার রাজস্ব নির্ধারণের দায়িত্ব পালন করতেন। ফলে আমিনদের হাতে ক্ষমতা চর্চার ব্যাপার ছিল। সাধারণ প্রজা তাদের প্রভু বলে সম্বোধন করতেন। কেননা, ভূমি বন্দোবস্তের সময় তারা প্রজাদের প্রহার করতেন। অনেক প্রজা ভূমির অনুর্বরতা কিংবা খরার কারণে ফসল উৎপাদন করতে পারত না। তবুও আমিন জোরপূর্বক রাজস্ব আদায় করতেন। মহারাজা পরগনা ভ্রমণে এলে আমিনকে সঙ্গে আনতেন। এছাড়া মহারাজার লাঠিয়াল বাহিনী থাকত সবসময়। আমিনদের দক্ষতার ওপর রাজার লুণ্ঠন চলত বেশ ভালোভাবেই। বাংলাদেশ সরকার নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভূমি জরিপ করে থাকে। ভূমি জরিপের কাজে আমিনের প্রয়োজন হয়। বাংলাদেশে সেটেলমেন্ট এবং তহসিল অফিসের সঙ্গে আমিনরা সংশ্লিষ্ট। ষহাসানুল কায়সার

0 comments:

Post a Comment