Sunday, September 5, 2010

মশা

0 comments
পৃথিবীর ইতিহাসে বহু মানব সন্তানই ভয়ঙ্কর ঘাতক রূপে আবির্ভূত হয়েছে। ইতিহাস থেকে জানা যায় নাদির শাহ, চেঙ্গিস খানের বর্বরতা ও নরহত্যার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার একাই ৬০ লাখ লোক হত্যা করেছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ইয়াহিয়া, নিয়াজী ও টিক্কা খান গং হত্যা করেছে ৩০ লাখ নিরীহ বাঙালি। তবে সবাইকে হারিয়ে শ্রেষ্ঠ ঘাতকের আসনে যে বসে আছে তা হচ্ছেন ক্ষুদ্র প্রাণী মশা। পৃথিবীতে এ পর্যন্ত যুদ্ধে যত লোক মারা গেছে তার চেয়ে বেশি মারা গেছে ম্যালিরিয়ায় এবং তার বাহক হচ্ছে মশা। প্রতি বছর ম্যালেরিয়ার কারণে আফ্রিকায় প্রায় ১০ লাখ শিশু মারা যায়। ম্যালেরিয়া ছাড়াও ডেঙ্গু, পীত জ্বর ও ফাইলেরিয়ার জীবাণু ছড়ানোর জন্য দায়ী মশা। মশার কারণে প্রতি বছর ৩০ লাখ লোক অসুস্থ হয়।

0 comments:

Post a Comment