Sunday, September 5, 2010

বঙ্গবন্ধু হকার্স মার্কেট

0 comments
গুলিস্তান গোলাপ শাহ মাজারের কাছে অবস্থিত বঙ্গবন্ধু হকার্স মার্কেট। ১৯৭৮ সালে রেলওয়ের মার্কেট হিসেবে তখন এই মার্কেটের নাম ছিল ‘রেলওয়ে সুপার মার্কেট’। ১৯৮৫ সালে রেলওয়ে ঢাকা সিটি করপোরেশনকে হস্তান্তর করে এর নাম দেয় বঙ্গবন্ধু হকার্স মার্কেট। ২৬৭ জন হকার দ্বারা মার্কেটটি পরিচালিত হচ্ছে। টিনসেড দ্বিতল এই মার্কেট-এর ভেতর বিভিন্ন ধরনের দেশীয় জুতা, সেন্ডেল, লুঙ্গি এবং বাচ্চাদের খেলার সামগ্রী পাওয়া যাচ্ছে। মার্কেটটি হকার দ্বারা পরিচালিত হলেও মোটামুটিভাবে সকল রাজস্ব ঠিকমতো ডিসিসিকে দিয়ে আসছে বলে বঙ্গবন্ধু হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মীর হোসেন আক্তার এবং সাধারণ সম্পাদক হারুন-উর রশীদ জানান।

তারা বলেন, মার্কেটে ব্যবহƒত সুইপার, দারোয়ান এবং বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসায়ীদের নিজ অর্থ ব্যয় করা হয়। তবে কিছু রাজনৈতিক দলের কারণে মার্কেটের উপর মারাত্মক প্রভাব পড়ে। হরতাল অবরোধ এবং নানা ধরনের রাজনৈতিক কর্মসূচির কারণে বেচাবিক্রি বিঘিœত হয়। ব্যবসায়ীরা জানায়, মার্কেটটি পাকা করার জন্য ঢাকা সিটি করপোরেশনকে ১৯৮৮ সালে তিনশত হকারের প্রতিটি দোকান থেকে ৩০ হাজার টাকা করে দেয়া হয়। অথচ আজও মার্কেটটি পাকা করার ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে মার্কেটটি রেলওয়ের জায়গা হওয়ার কারণে কিছু ভূমিদস্যু মাঝে মাঝে ভূয়া দলিল দেখিয়ে ঝামেলা করার চেষ্টা করে। এরই মধ্যে ২/৩ বার মার্কেট দখল করার চেষ্টা করলে হকারদের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়। এ ব্যাপারে ব্যবসায়ীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই মার্কেটের জায়গাটি প্রথমে ছিলো রেলওয়ের, পরবর্তীতে ঢাকা সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়। বর্তমানে মার্কেটটি সিটি করপোরেশন দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওয়াকফ সম্পত্তি হতে পারে না। যারা দাবি করছে তারা সম্পূর্ণ অন্যায় এবং বেআইনিভাবে আসছে। এদেরকে প্রতিরোধ করা দরকার।
**হামিদুল করিম**

0 comments:

Post a Comment